নিজস্ব প্রতিবদেক : আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি এখন যে সুরে কথা বলছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারও একই সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের অভ্যন্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নেই…এই রকম আজগুবি কথা জীবনেও শুনিনি।’
আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচন কমিশনেই সবার জন্য সমান সুযোগ বা কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
তখন মাহবুব তালুকদার বলেছিলেন, নির্বাচন কমিশন সভায় তার প্রস্তাব বা সুপারিশ সংখ্যাগরিষ্ঠতার কারণে অগৃহীত হয়। তাকে সংখ্যালঘিষ্ঠ হিসেবে না দেখে বক্তব্যের বিষয়বস্তুর গুরুত্ব (মেরিট) বিবেচনায় নেওয়া প্রয়োজন। কমিশন সভায় তার বক্তব্য দেওয়ার স্থান সংকুচিত হয়ে পড়েছে। নির্বাচন কমিশনের অভ্যন্তরেই কোনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
মাহবুব তালুকদারের এমন বক্তব্যের বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিষয়। সেখানে একজন কমিশনার ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু তিনি (মাহবুব তালুকদার) কথায় কথায় যেভাবে তাদের ঘরের বিষয়, অভ্যন্তরীণ প্রক্রিয়া বাইরে নিয়ে আসছেন, সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয়।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘তিনি (মাহবুব তালুকদার) ভিন্নমত পোষণ করতেই পারেন। তবে ইদানীং বিএনপি যে সুরে কথা বলছে, একই সুরে মাহবুব তালুকদারও কথা বলছেন। মনে হয়, তিনি একটা পক্ষ নিয়ে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন।’
গতকাল রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। হামলার মধ্যে গুলির শব্দ শোনা যায়। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
ওই ঘটনার বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সেখানে ভিডিও ফুটেজ আছে। গুলি কোন পক্ষ থেকে এসেছে, অফিসে লাথি মারা, এগুলো ভিডিও ফুটেজে আছে। নির্বাচন কমিশনের উচিত সঠিক তদন্ত করা। সত্য উদ্ঘাটন করা।’
Comment here