দুর্নীতির কারণে এখন পর্যন্ত টিকার নিশ্চয়তা নেই : ফখরুল - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

দুর্নীতির কারণে এখন পর্যন্ত টিকার নিশ্চয়তা নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যখাতে ক্ষমতাসীনদের দুর্নীতির কারণে করোনাভাইরাসের টিকার কোনো নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্বাস্থ্যখাতে করুণ অবস্থা। এখন পর্যন্ত টিকার কোনো নিশ্চয়তা নেই, টিকার নিশ্চিয়তা হবেও না। কারণ, স্বাস্থ্য খাত ও টিকার সঙ্গে জড়িতরা সবাই দুর্নীতিতে জড়িত। যে দুর্নীতির মাধ্যমে তারা মানুষের জীবন মূল্যহীন করে ফেলেছে।’

দেশের মেগা প্রকল্পে গণহারে লুট চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধবংস ও লুট করছে। দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। মেগা প্রজেক্টে গণলুট চলছে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট ৫০ হাজার কোটি টাকার হয়ে যাচ্ছে প্রজেক্ট। এভাবে মেগা প্রজেক্টকে সরকার টাকা বানানোর প্রজেক্ট হিসেবে তৈরি করে নিয়েছে।’

অনুন্নয়ন খাতে অর্থ বরাদ্দের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আনপ্রোডাক্টিভ খাতে টাকা দেওয়া হচ্ছে, যার কোনো দরকারই নেই। স্কুল-মাদ্রাসায় বড় বড় গেট তৈরি করতে টাকা দিয়েছে। এই মুহূর্তে ক্লাস রুম তৈরি করা বেশি দরকার। তা তারা করছে না।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশে মানুষের জীবনের কোনো মূল্য বা নিরাপত্তা নেই। খবরের কাগজ খুললেই দেখবেন ভয়াবহ খুন, হত্যার ঘটনা। পত্রিকায় (গতকাল) দেখলাম বাবা, মা ও বোনকে হত্যা করছে একজন মেয়ে। এটাই হচ্ছে আর্থসামাজিক অবস্থার প্রতিচ্ছবি। এটার কারণ আজকে দেশে গণতন্ত্র নেই। যেহেতু দেশে গণতন্ত্র, সমাজ ব্যবস্থা নেই, জবাবদিহিতাও নেই। এখান থেকে ফিরিয়ে আনার একমাত্র দায়িত্ব বিএনপিরই।’

আলোচনাসভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কুদ্দুস। যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আবদুল হাই শিকদার, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ডা. রফিকুল ইসলাম, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএসএমএমইউ‘র অধ্যাপক সাইফুল ইসলাম।

 

Comment here