বিএনপি ছেড়ে মঞ্জুর জাপায় যোগ দিলেন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

বিএনপি ছেড়ে মঞ্জুর জাপায় যোগ দিলেন

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মঞ্জুর হোসেন জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন। জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মঞ্জুর আজ সোমবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির নতুন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে নতুন দলে যোগ দেন। জাপা চেয়ারম্যান তাকে সাদরে গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত মেজর (অবসরপ্রাপ্ত) আশরাফ-উদ-দৌলা, যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবু তৈয়ব, জাকির হোসেন খান প্রমুখ।

প্রসঙ্গত, সৈয়দ মঞ্জুর হোসেন ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা কলেজ ছাত্র সংসদে নির্বাচিত ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিএনপিতে শেষ তিনি ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

Comment here