বিএনপি পেছন থেকে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে : কাদের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

বিএনপি পেছন থেকে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে : কাদের

নিজস্ব প্রতিবেদক :বিএনপি পেছন থেকে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে ও পৃষ্ঠপোষকতা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সাম্প্রদায়িক অপশক্তিরা তাদের ডালপালা বিস্তার করছে বলে দাবি করেন তিনি।

আজ সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তিরা এখনো ষড়যন্ত্র করছে, এদের বিষবৃক্ষের ঢালপালা এখনো বিস্তার করে আছে। শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তির সমূলে মূল উৎপাটিত করাই হবে শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ।’ এ জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে বলেও জানান তিনি।

জিয়াউর রহমানের ভাস্কর্য নিয়ে বিএনপি নেতারা কেন নিরব – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নিরবতা পালন করার পেছনের মূল কারণ হচ্ছে তারা পেছন থেকে জঙ্গিবাদকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে।’

 

Comment here