বিনোদন প্রতিবেদক : বিজয় দিবসে শুভ মুক্তি পেতে যাচ্ছে কোলকাতার শিল্পী শাহেদের “তোর ওই আশকারাতে মন” গানটির মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও তে অভিনয় করেছেন মডেল ফাহিম,রানা ও রিধিকা। জানা যায় মডেল ফাহিম নিজেই মিউজিক ভিডিও টি পরিচালনা করেছেন।
মিউজিক ভিডিও শুটিং হয়েছিল ঢাকা উত্তরা,মিরপুর বেরিবাধ,গাজীপুর ও আনন্দ লোক শুটিং হাউজে।
এ বিষয়ে মডেল ফাহিম দৈনিক মুক্ত আওয়াজ অনলাইন কে জানায় কাজ টি করে ভীষণ ভাবে মজা পেয়েছি।সবাই খুব আন্তরিক ছিলো।তাই খুব ভালো লেগেছে কাজটি করে। মডেল ফাহিম আরো বলেন ভবিষ্যতে ইনশাআল্লাহ এমন আরো ভালো কাজ সবাইকে উপহার দিবো।
Comment here