নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭ মার্চ ও ১০ মার্চের কুয়েতগামী ফ্লাইট দু’টি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে। আজ শনিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
এর আগে, করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে এক সপ্তাহের জন্য বিমান চলাচল স্থগিত করেছে কুয়েতের সরকার। এ কারণেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট দুটি বাতিল করতে হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা- কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে।
বাংলাদেশ ছাড়া বিমান চলাচল স্থগিত রাখা অন্য দেশগুলো হলো ভারত, শ্রীলঙ্কা, মিসর, লেবানন, সিরিয়া ও ফিলিপাইন।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, এই দেশগুলোর যেসব নাগরিক ওই সাতটি দেশে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিক উল্লিখিত দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Comment here