বিমানের টিকিটে ভ্রমণ করা যাবে ২০২১ সালের মার্চ পর্যন্ত - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বিমানের টিকিটে ভ্রমণ করা যাবে ২০২১ সালের মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে যাত্রীরা ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। এ সময়ের মধ্যে কেউ ভ্রমণ না করতে চাইলে মূল্য ফেরত নিতে পারবেন।

আজ বুধবার বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কোনো প্রকার চার্জ ছাড়াই যাত্রীরা এ সুযোগটি নিতে পারবেন।

বিমানের উপ-মহাব্যবস্থাপক বলেন, ‘যদি ইতিমধ্যে কেনা টিকিট দিয়ে যাত্রীরা ভ্রমণ করে না থাকেন তবে তারা চাইলে কেনা টিকিটের টাকা ফেরতও নিতে পারবেন।’

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জানুয়ারি মাস থেকে যাত্রী কমতে থাকে বিমানের। ফেব্রুয়ারি মাস থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায়। পরে মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান। ২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর থেকে বিমানের আর কোনো ফ্লাইট পরিচালনা হয়নি। তবে গত এপ্রিল থেকে বেশ কিছু চার্টার্ড ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Comment here