বিয়ে করছেন অভিনেত্রী টয়া - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

বিয়ে করছেন অভিনেত্রী টয়া

বিনোদন প্রতিবেদক : বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। বর অভিনেতা শাওন। আজ সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করা হয় বলে জানিয়েছেন তিনি। বছরের অধিবর্ষ (লিপ ইয়ার) স্মরণীয় করে রাখতেই ২৯ ফেব্রুয়ারি দিনটি বেছে নিয়েছেন তারা।

এর আগে, বৃহস্পতিবার ঘরোয়া আয়োজনে টয়ার মেহেদী উৎসব হয়। এ সময় উপস্থিত ছিলেন সাফা কবির, সিয়ামের স্ত্রী অবন্তী, শাওনের বন্ধু, টয়ার বন্ধু ও পরিবারের সদস্যরা।

টয়া জানান, অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন তারা। ২০১৯ সালের শেষের দিকে ভারতে একটি অভিনয় প্রশিক্ষণ কর্মশালাতে অংশ নেন শাওন ও টয়া। সেখানে তাদের বন্ধুত্ব গাঢ় হয়। এরপর তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে ভাবা শুরু করেন।

চলতি বছর জানুয়ারিতে শাওনের জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে সবার সামনেই আনুষ্ঠানিকভাবে টয়াকে বিয়ের প্রস্তাব দেন শাওন।

বর শাওনের সঙ্গে টয়া।

Comment here