ছোট পর্দাবিনোদন

বিয়ে নিয়ে ফারিয়ার দুই স্বপ্ন

বিনোদন প্রতিবেদক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৮ সালের ১৮ ডিসেম্বর বিয়ের ঘোষণা দেন ‘দেবী’খ্যাত এই অভিনেত্রী। এরপর জমকালো আয়োজনের মধ্য দিয়ে পারিবারিকভাবে তিনি হারুনুর রশীদ অপুকে বিয়ে করেন।

দেখতে দেখতে দাম্পত্য জীবনের এক বছর পার করেছেন ফারিয়া। এই সময় এসে তিনি জানালেন বিয়ে নিয়ে তার দুটি স্বপ্নের কথা। গতকাল রাতে ফারিয়া তার ফেসবুকে সে স্বপ্নের কথাই জানালেন। সঙ্গে প্রকাশ করেছেন বিয়ের একটি ভিডিও।

ফারিয়া লিখেছেন- ‘বিয়ে নিয়ে অনেকের অনেক স্বপ্ন থাকে! আমার ছিল দুইটা স্বপ্ন,

এক. একটা অনুষ্ঠান যেখানে আমরা এবং আমাদের বন্ধুরা ফাটিয়ে মজা করবে। ২. আমার বিয়ের অনুষ্ঠান খোলা আকাশের নিচে হবে!

যেই বলা সেই কাজ। মাকে বললাম, বিয়ের সব তোমাদের মতো হবে, কিন্তু এই অনুষ্ঠানের সব দায়িত্ব আমার। তুমি গেস্ট হয়ে আসবে, এনজয় করবে, তোমার কোনো প্রেসার নেওয়ার দরকার নেই।

যেই বলা সেই কাজ, এক কথায় বলা যায় আমি একাই এই আয়োজনটা করেছি। হল বুক থেকে খাবার সব, বাকিটা রাফি আর বশির ভাই।’

সবশেষে তিনি লিখেছেন, ‘এজ অলওয়েজ অপু কোনো দায়িত্ব তো নেয়ই নাই উল্টা জ্বালাইসে!’

Comment here

Facebook Share