বুয়েট চাইলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে : প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
জাতীয়

বুয়েট চাইলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) চাইলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ডে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বুয়েটের ছাত্ররা আছে, বুয়েট সিন্ডিকেট আছে, বুয়েটের কমিটি আছে, তারা যদি মনে করে তারা বন্ধ করে দেবে। এখানে আমরা তো কোনো রকম হস্তক্ষেপ করব না।’

শেখ হাসিনা বলেন, ‘এ দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্ররা ভূমিকা রেখেছেন। সেই ছাত্রলীগ করা থেকেই আমাদের ভাষা আন্দোলন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কিন্তু ছাত্র সংগঠন নিষিদ্ধ রয়েছে। বুয়েট যদি মনে করে তাহলে তারা নিষিদ্ধ করে দিতে পারে। এটা তাদের ওপর। কিন্তু একেবারে ছাত্র রাজনীতি ব্যান করে দিতে হবে, এটা মিলিটারি ডিকটেটরদের কথা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে নেতৃত্ব কিন্তু উঠে এসেছে ওই স্টুডেন্ট পলিটিক্স থেকে। এই যে বললেন, আমি দেশের সবদিকে নজর দিয়ে কাজ করি। কেন করি? ছাত্র রাজনীতি করেই কিন্তু এখানে এসেছি। দেশের ভালো-মন্দের চিন্তাটাই ওই ছাত্রজীবন থেকে এসেছে। রাজনীতি এটা একটা শিক্ষার ব্যাপার, এটা একটা ট্রেনিংয়ের ব্যাপার, জানার ব্যাপার। যেটা ওই ছাত্র রাজনীতি থেকেই কিন্তু ধীরে ধীরে সে মনমানসিকতা গড়ে উঠে।’

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একটা ঘটনা ঘটেছে বলেই ছাত্র রাজনীতি ব্যান! আমি নিজেই ছাত্র রাজনীতি করে এসেছি, সেখানে আমরা ছাত্র রাজনীতি ব্যান বলব কেন? তবে কোনো প্রতিষ্ঠান যদি করতে চায়, তাহলে তারা করতে পারে।

Comment here