বৃষ্টিতে সবজির বাজারে উত্তাপ, দিশেহারা মানুষ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বৃষ্টিতে সবজির বাজারে উত্তাপ, দিশেহারা মানুষ

রাজধানীতে নিত্যপণ্যের পাশাপাশি সবজির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে সরবরাহ কমায় নতুন করে বেড়েছে কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজির দাম। আজ শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে নতুন শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা প্রতি পিস। আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে।

মালিবাগ বাজার ঘুরে দেখা যায়, গাজর ১২০ টাকা, বেগুন ৯০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ৭০ টাকা এবং পেঁপে কেজি প্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া করলা ১০০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ১০০ টাকা, গোল বেগুন প্রতি কেজি ১২০ টাকা, কচুছড়া ১০০ টাকা কেজি, কাকরোল ৮০ টাকা কেজি, পটল ৭০ টাকা কেজি, লতি ৮০ টাকা কেজি, ঢেড়স ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ বাজারে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা, আগে কেজি ছিল ২০০ থেকে ২২০ টাকা। এছাড়া বাজারে কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকা। ভারতীয় পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ টাকা। দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা।

 

বাজারে ফার্মের মুরগির ডিমের দাম কমেনি। শুক্রবার ডজন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন ২২০ টাকা।

বাজার করতে আসা এক ক্রেতা বলেন, ‘আমরা মধ্যবিত্তরা বেশ বিপদে আছি, দিন দিন সবজির দাম বাড়ছে। সবজির বাজার গরিবের হাতের নাগালে আর নেই। প্রতিটি নিত্যপণ্যের দাম বাড়ছে।’

রামপুরা বাজারের কাঁচামাল ব্যবসায়ী মনিরুল বলেন, ‘বৃষ্টির কারণে কারওয়ান বাজারের সবজির আড়তগুলোতে সরবরাহ সংকট তৈরি হয়েছে। অনেক আড়তে ভোর পর্যন্ত সবজির চালান আসেনি। এ কারণে সবজির দাম বাড়তি।’

সবজি ব্যবসায়ীরা অবশ্য বলছেন, বৃষ্টি কমলে দাম কিছুটা কমতে পারে। তাদের দাবি শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করেছে। যে কোনো নতুন সবজি বাজারে এলে প্রথমে একটু বেশি দামে বিক্রি হয়।

Comment here