বৃহস্পতির উপগ্রহ আবিষ্কার গ্যালিলিওর - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

বৃহস্পতির উপগ্রহ আবিষ্কার গ্যালিলিওর

দৈনিক মুক্ত আওয়াজ ডেস্ক : আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে খ্যাত গ্যালিলিও গ্যালিলি। যিনি পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, গণিত ও দর্শনসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। ১৬১০ সালের এই দিনে তিনি বৃহস্পতির চারটি উপগ্রহ আবিষ্কার করেন, যেগুলো বর্তমানে গ্যালিলিয়ান উপগ্রহ নামে পরিচিত।

১৬০৯ সালে তিনি আগের তুলনায় উন্নত দূরবীক্ষণ যন্ত্র বানান। এর পরই বৃহস্পতির চারটি উপগ্রহ আবিষ্কার করেন। সে সময় খালি চোখে কৃত্তিকা তারাম-লে মাত্র ৬টি নক্ষত্র দেখা যেত। কিন্তু গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে ৩৬টি নক্ষত্র পর্যবেক্ষণ করেন। তিনি সে সময়ের ‘রহস্যময় ছায়াপথ’ মিল্কিওয়ে পর্যবেক্ষণ করে দেখান যে, তা আসলে অসংখ্য নক্ষত্রের সমষ্টি। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি বিষমতারা, নক্ষত্রপুঞ্জ এবং কয়েকটি নীহারিকাও আবিষ্কার করেছিলেন।

Comment here