বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ঔষধ ও মোবাইল ফোন জব্দ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ঔষধ ও মোবাইল ফোন জব্দ

শরীফুল ইসলাম বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ যশোরের বেনাপোল কাস্টমস হাউসে পৃথক অভিযানে পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন জব্দ করে কাস্টমস ও কাস্টমস শুল্ক গোয়েন্দা।
কাস্টমস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হাজার হাজার পাসপোর্ট যাত্রী বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষে কাস্টমস প্রবেশকালে সকাল সাড় ১১ টার সময় কয়েকজন পাসপোর্ট যাত্রীর গতিবিধি সন্দেহ হলে তাদের দেহ তল্লাশিকালে যাত্রীর শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ভিভো, রেডমি, অপো সহ ১৯ পিচ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের এ্যান্ডুয়েড মোবাইল ফোন জব্দ করে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। এছাড়াও ঠিক একই সময়ে আরো কয়েকজন পাসপোর্ট যাত্রীর ল্যাগেজ স্ক্যানিং করার সময় বিপুল পরিমাণ  ভারতীয় ঔষধ জব্দ করে কাস্টমস সদস্যরা।
এসময় তিনি আরও জানান, জব্দকৃত মোবাইল ও ঔষধ আনুমানিক মূল্য ১০ লাখ ২৮ হাজার টাকা। তবে আটককৃত মোবাইল যদি পাসপোর্ট যাত্রী চান তাহলে সরকারি বিধিমালা অনুযায়ী সরকারি ট্যাক্স পরিশোধ করে নিতে পারবেন।

Comment here