ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনা বৈশাখী উৎসবকে ম্লান করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
রাফি হত্যায় সরকারি দলের লোকজন জড়িত দাবি করে রিজভী বলেন, ‘আমাদের সামনে আমাদের সন্তানরা, আমাদের ছোটবোনরা আজ ক্ষমতাসীনদের তাণ্ডবের কাছে, পৈশাচিকতার কাছে, বিভীষিকার কাছে ওদের দেহ ছাই হয়ে যাচ্ছে। তার পরও আমরা উৎসব করবো, ইলিশ মাছ খাবো, তারপরও আমরা নতুন কাপড় পরবো?’
এ সময় নুসরাত হত্যায় জড়িতদের বিচার দাবি করেন বিএনপির এই নেতা। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রেখে উৎসব পালন সম্ভব নয় বলেও মনে করেন রিজভী।
মানববন্ধনে মহিলা দলের নেতারা বলেন, ‘সরকার মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে আটকে রেখেছে। দেশনেত্রী অত্যন্ত অসুস্থ, কিন্তু সরকার তার সঠিক চিকিৎসা দিচ্ছে না। আমরা তার পছন্দমতো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার দাবি জানাচ্ছি।’
মাদ্রাসাছাত্রী রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে নেতারা আরও বলেন, ‘হত্যাকারীরা ক্ষমতাসীন দলের লোক। তাদের রক্ষা করার অনেক চেষ্টা চলছে।’
রিজভী ছাড়াও মানববন্ধনে মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, মহিলা নেত্রী নূরে আরা সাফা, শাম্মি আক্তার, পেয়ারা মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।
Comment here