সারাদেশ

বোয়ালখালীতে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণ,আহত-২

বোয়ালখালীপ্রতিনিধি : বোয়ালখালীতে পূর্ব শত্রুতার জের ধরে এক গরু ব্যবসায়ীর বাড়িতে হামলা ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী ফজর রহমান কেরাণীর বাড়ীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কয়েক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে বলে জানিয়েছেন এ.এস.আই (সশস্ত্র) মিজানুর রহমান।
পরিবারের সদস্য মো: বোরহান উদ্দিনের বলেন, গত সংসদ উপ নির্বাচনকে কেন্দ্র করে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সাথে আমার মনোমালিন্য চলে আসছিল। এ নিয়ে তারা এর আগে বেশ কয়েকবার আমার উপর হামলার চেষ্ঠা চালিয়ে ব্যর্থ হয়েছিল। ধারণা করছি তারাই পরিবার শুদ্ধ আমাকে জানে মেরে ফেলার উদ্দেশ্যে আমার ঘরে গুলি বর্ষণ করেছে। তখন আমি গরুর খামারে থাকায় প্রাণে বেঁচে যাই। তারা আমার ঘরে ঢুকে আমাকে না পেয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মী করে আমার বৃদ্ধা মা জামাল খাতুন ও ছোট ভাই কামাল’কে বেধমভাবে মারধর ও অমানুষিক নির্যাতন চালিয়ে আহত করে। এবং এ নিয়ে কোন অভিযোগ বা বাড়াবাড়ি করলে গোষ্ঠী শুদ্ধ শেষ করে দিবে বলে চলে যাওয়ার সময় হুমকী দিয়ে যায়। তিনি এ ব্যাপারে এলাকার সিরাজুল ইসলাম নবী ও তার সাঙ্গ-পাঙ্গদের দায়ী করে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত সিরাজুল ইসলাম নবী’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তো এর কিছুই জানিনা, কি হয়েছে না হয়েছে। সুতরাং এ বিষয়ে কিছু বলা আমার উচিত হবে না।
স্থানীয়রা জানায়, রাতে গুলির শব্দ শুনতে পেয়েছি, কিন্তু কে বা কারা এসব করেছে তা আমরা অবগত নই। তবে যে বা যারা করুক না কেন বিষয়টি ঠিক করেনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আলম বলেন, ঘটনাটি শুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে গুলির কিছু চিহ্ন দেয়ালে দেখতে পেয়েছি।
বোয়ালখালী থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলন- রাতে বোরহান উদ্দিনের ঘরে কে বা কারা গুলি করেছে বলে খবর পেয়েছি। তবে এখনো কোন অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Comment here

Facebook Share