শিবাঙ্গী সিংহ কলকাতা: ব্যারাকপুরে সোনার দোকানে ঢুকে ব্যবসায়ীর ছেলেকে খুন। তৈরী হলো চঞ্চল্যকর পরিস্থিতি। গ্রেফতার করা হলো দুইজন অভিযুক্তকে।
প্রসঙ্গত, জানা গিয়েছে, বুধবার বিকাল বেলা ব্যারাকপুরে সোনার দোকানে ঢোকে দুষ্কৃতীরা। সোনা ব্যবসায়ীর ছেলেকে গুলি করে। যুবকের নাম নীলাদ্রি সিংহ, বয়স ২৭। সিসিটিভি ফুটেজে ফুটে ওঠে ঘটনাটি।
উল্লেখ্য, পুলিশি সূত্রে জানা গিয়েছে, দুই জন ধৃত কে আটক করেছে পুলিশ। দুষ্কৃতীদের মধ্য়ে একজন কামারহাটির বাসিন্দা, আর বাকি ৪ জনই ঝাড়খণ্ডের। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটরবাইক ও। পুলিশের দাবি, ‘কী কারণে খুন এখনও জানা যায়নি, তদন্ত চলছে’।
Comment here