ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত,সরকারি ম্যাটস ও আইএইচটিতে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত,সরকারি ম্যাটস ও আইএইচটিতে

সজিবুল ইসলাম হৃদয়, স্বাস্থ্য ডেস্কঃ স্বাস্থ্য অধিদফতরের আওতাধীন সরকারি ০৯ টি মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ১৩টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-তে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এমসিকিউ উত্তরপত্র ওএমআর মেশিনে নিরীক্ষা করা হবে। বর্তমানে বাগেরহাট, কুষ্টিয়া, নোয়াখালী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা, ফরিদপুর, ঝিনাইদহ ও সাতক্ষীরায় অবস্থিত ৯টি ম্যাটস-এ ৩ বছর মেয়াদি কোর্স এবং এক বছর ইন্টার্নি ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। মোট আসন সংখ্যা ৮১৮টি। অন্যদিকে ঢাকা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম ,বরিশাল, রংপুর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি জামালপুর, গোপালগঞ্জ ও গাজীপুরে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্সের বিভিন্ন অনুষদে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। মোট আসন সংখ্যা ২ হাজার ৭৯১টি।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতর কর্তৃক পরিচালিত ভর্তি পরীক্ষার ফলাফল ও অপেক্ষমাণ তালিকা একই সঙ্গে প্রকাশ করা হবে।

 

Comment here