বিশ্বের বিভিন্ন দেশে হামলার পর এবার ভারত ও বাংলাদেশকেও সরাসরি হুমকি দিলো জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ‘বাংলায়’ হামলার জন্য আবু মুহম্মদ আল-বেঙ্গলি নামে একজনের নামও ঘোষণা করেছে এই জঙ্গি সংগঠনটি।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, বাংলা, ইংরেজি ও হিন্দিতে একটি পোস্টার প্রকাশ করেছে আইএস। তাতে বলা হয়েছে, ‘বাংলা ও হিন্দে খিলাফার সৈনিকদের চুপ করিয়ে দিয়েছেন বলে যদি আপনারা মনে করেন তাহলে শুনুন, আমাদের কখনো চুপ করিয়ে দেওয়া যায় না। প্রতিশোধ নেওয়ার তৃষ্ণা কখনো মোছার নয়।’
ঢাকায় একটি সিনেমা হলের কাছে একটি ছোট বিস্ফোরণ ঘটানোর পরদিনই এই হুমকি দিল আইএস। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিস্তান সিনেমা হলের সামনে ছোট একটি বিস্ফোরণ হয়। খুব বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও কয়েকজন পুলিশকর্মী তাতে আহত হন।
কয়েক দিন আগে আরও একটি বাংলায় লেখা পোস্টারে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আইএসকে সমর্থনকারী একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি পোস্টারে বাংলা হরফে লেখা ছিল, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…।’
Comment here