সারাদেশ

‘ভালোবাসার নৌকা’য় চড়ে চীন থেকে এলো চিকিৎসা সরঞ্জাম

অনলাইন ডেস্ক : চীন থেকে করোনাভাইরাস শনাক্তের কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার ঢাকায় এসে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার কিছু পরে এসব সুরক্ষা সামগ্রী এসে পোঁছায়। যার গায়ে লেখা ছিলো- ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

বিমানবন্দরে চীনা দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি বাংলাদেশ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হচ্ছে। চীন থেকে আসা এসব মেডিকেল সরঞ্জামের মধ্যে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১ হাজার থার্মোমিটার।

এর আগে চীনা দূতাবাস জানিয়েছিল, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে করে কিট ও মেডিকেল সরঞ্জামাদি আসছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছাবে।

চীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী এসেছে। এর আগে, প্রথম দফায় বাংলাদেশকে ২ হাজার কিট ও চিকিৎসা সামগ্রী দিয়েছিল চীন।

Comment here

Facebook Share