ভূমিকম্পে কাঁপল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও এর আশপাশের অঞ্চল। স্থানীয় সময় আজ শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮।
মার্কিন সংবাদমাধ্যম সিএননের খবরে বলা হয়, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আজ সকালে নিউইয়র্ক সিটির অসংখ্য মানুষ কম্পন অনুভব করেন। ওই সময় অনেক বাড়ি ঘর কেঁপে ওঠে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এটি একটি ভূমিকম্প ছিল।
আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ভূমিকম্পের ফলে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে চলা গাজার পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক সাময়িকভাবে স্থগিত করা হয়। বৈঠকে কথা বলছিলেন সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি জান্তি সোয়েরিপ্টো। কম্পন অনুভব করার সঙ্গে সঙ্গে তিনি বলে ওঠেন ওঠেন, এটা কি ভূমিকম্প?
এ ভূমিকম্পের বিষয়ে ব্রিফ করতে শিগগিরই সংবাদ আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে বিষয়টি জানানো হয়েছে।
Comment here