সারাদেশ

ভূরুঙ্গামারীতে মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, আটক ধর্ষক আমিনুর

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদরাসা ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক অটো চালককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ওই ধর্ষণকারীর  নাম আমিনুর রহমান (৩০)। সে শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই হরিরহাট গ্রামের আবু সামার পুত্র।

জানা যায়, গত শনিবার (৭ মার্চ)  শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে উত্তর তিলাই গ্রামস্থ হরিধাম চৌরাস্তা থেকে অটোচালক আমিনুর ও তার সঙ্গীরা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে একটি অটোতে করে পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজারের পূর্বে একটি চরে আটকিয়ে রেখে নিয়ে ২দিন ধরে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেললে গত সোমবার (৯ মার্চ)  বিকেলে মেয়েটিকে অজ্ঞান অবস্থায় একটি অটো করে ভূরুঙ্গামারী বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে ধর্ষক আমিনুর পালিয়ে যায়। পরে খোঁজ পেয়ে মেয়েটির অভিভাবক তাকে উদ্ধার করে।

এব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে গত মঙ্গলবার(১০ মার্চ) রাতে গ্রেফতার করে জেল-হাজতে পাঠানো হয়।

Comment here

Facebook Share