ভোলায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

ভোলায় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-২

(ভোলা জেলা প্রতিনিধি):-ভোলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ( ১৬ ফেব্রুয়ারী ) বিকাল সাড়ে ৪ টায় ডিবি ওসি শহিদুল ইসলাম এর নেতৃত্বে এস আই মো: মাজহারুল ইসলাম সংগীয় ফোর্সসহ  ভোলা সদর উপজেলার ধনিয়া চেউয়াখালী ৩ নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিরোধী অভিযানে মোঃ মাইনুদ্দিন ও মোঃ রিয়াজ (২৬) নামের ২ জন যুবককে ৩৫০ গ্রাম গাঁজাসহ গ্রফতার করা হয়।

মাইনুদ্দিন দৌলতখান থানার কানাইনগর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিমের ছেলে ও রিয়াজ একই থানার চেউয়াখালী ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ বজলু মোল্লার ছেলে বলে জানা গেছে।

ডিবি ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাইনুদ্দিন ও রিয়াজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা হয়েছে।

Comment here