(ভোলা জেলা প্রতিনিধি):-ভোলায় নিষিদ্ধ সময়ে ইলিশ কেনা বেচার দায়ে ৭ ব্যবসায়ী কে ১ বছরের কারাদণ্ড এবং ৪০ মন জাটকা ইলিশ আটক করেছেন র্যাব। সোমবার (৯ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা চডার মাথা ও বিশ্বরোড ঘাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম ৭ ব্যবসায়ী কে ১ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলেন মাছ ব্যবসায়ী সামছুদ্দিন ওরপে ফকির বেপারী, মোঃ আরিফ,সফিক, আবু তাহের, মাকছুদ ওরুপে ভুট্টু দালাল, মনির। এই সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
Comment here