ভ্যাকসিন নিয়ে সরকার ‘তেলেসমতি’ খেলা করছে : রিজভী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

ভ্যাকসিন নিয়ে সরকার ‘তেলেসমতি’ খেলা করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : ভ্যাকসিন নিয়ে সরকার ‘তেলেসমতি’ খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সেন্টার ফর ন্যাশনারিলজ স্ট্যাডিজের (সিএনএস) উদ্যোগে ‘ফেলানী ও সীমান্ত’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

তিনি বলেন, ‘আজকে সরকার করোনার টিকা নিয়ে তেলেসমতি শুরু হয়েছে। স্বাস্থ্য সচিব বলছেন, এটা জি টু জি (গর্ভমেন্ট টু গর্ভমেন্ট) চুক্তি হয়েছে ভারতের সাথে, সরকারের সাথে সরকারের চুক্তি হয়েছে। বেক্সিমকো বললো যে, না এটা একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে। কোনটা বিশ্বাস করবেন? এর মধ্য দিয়েই বুঝা যাচ্ছে যে, একটা শুভঙ্করের ফাঁকি এবং যেটাকে একেবারে রুঢ়ভাষায় বলা যায় যে, টাকা কামানোর জন্য, অর্থ কামানোর জন্য একটা ফাঁক টাকা হয়েছে। এটা কাভার দেয়ার চেষ্টা করছে সরকার। স্বাস্থ্য সচিবকে দিয়ে বলানো হচ্ছে যে, এ্টা জি টু জি চুক্তি হয়েছে।’

রিজভী বলেন, ‘আসলেই বেক্সিমকো ভ্যাকসিনের এই চুক্তিটা করেছে। এই টাকাটা অনেক জায়গা যাবে, এই টাকাটা কর্তা ব্যক্তিরাসহ সব জায়গায় যাবে। এই কারণে ওপরে একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করা হয়েছে স্বাস্থ্য সচিবকে দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে-কেনো বেক্সিমকো? এখানে জনগণের কোনো স্বার্থ নেই, এখানে করোনা মোকাবিলার জন্য অথবা করোনা আক্রান্ত মানুষের সেবা দেয়ার জন্য যে টিকা দেওয়া দরকার-এটার কোনো কিছুই থাকবে না। এখানে থাকবে উতকট টাকা চুরি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র।’

তিনি বলেন, ‘ভ্যাকসিনের সংগ্রহের জন্য একনেকে ৬ হাজার কোটি টাকা পাস হয়েছে। আমরা বলে দিচ্ছি-এই টাকার পুরোটাই লোপাট হবে। এটা বেক্সিমকোর মতো যারা শেখ হাসিনার উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টাদের কাছে এই টাকাগুলো মূলত টাকাগুলো ভাগ বাটোয়ারা হয়ে যাবে, এই টাকার একটা বড় অংক চলে যাবে সরকারের কর্তা ব্যক্তিদের কাছে বেআইনিভাবে।’

রিজভী আরও বলেন, ‘যে সরকার নিজের জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, যে সরকার দেশের জনগণকে মহামারির মধ্যে ঠেলে দিতে পারে। আর নিজেরা প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদের একেবারে এমন এক বৃত্তের মধ্যে আছেন সেখানে মশা-মাছি দূরে থাক, ভাইরাসও ঢুকতে পারবে না। এই ধরনের স্বার্থপরতা নিয়ে যারা দেশ শাসন করে তারা কখনোই জনগনের বন্ধু হতে পারে না।’

সংগঠনের ট্রাস্টি ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন প্রমুখ।

 

Comment here