নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের দায়ে গ্রেপ্তার মজনুর ডিএনএ’তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম।
শনিবার রাতে সিআইডির এই কর্মকর্তা জানান, ওই ছাত্রীর কাপড় থেকে সংগৃহীত দুটি আলামত ও মজনুর রক্ত প্রোফাইল করে পরীক্ষার মাধ্যমে ধর্ষণের আলামত পাওয়া যায়।
নাজমুল আলম বলেন, ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় মজনু সম্পৃক্ত। ইতোমধ্যে সিআইডি তাদের প্রতিবেদন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। তিন দিনের মাথায় এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজনু নামের একজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয় তাকে।
Comment here