মডেল-অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
বিনোদন

মডেল-অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা

 

ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মডেল-অভিনেত্রী পিজে হেলেন। বিষয়টি টের পেয়ে, দরজার তালা ভেঙে তাকে উদ্ধার করেন মা জেবি ঝরনা। এরপর শুক্রবার রাতেই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

এর আগে গত শুক্রবার পিজে হেলেন তার ফেসবুকে পোস্ট দেন, ‘কিছুক্ষণের মধ্যে ফেসবুক লাইভে আসছি। এটাই সম্ভবত শেষ। আমাকে ক্ষমা করে দিয়েন কারও মনে কষ্ট দিয়ে থাকলে।’

এর কিছুক্ষণ পরই ফেসবুকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না ঝোলানো একটি ছবি পোস্ট করেন। আর লিখেন, ‘বাই বাই।’

জেবি ঝরনা বলেন, ‘গতকাল রাতে ও (হেলেন) কেন এমনটি করেছে, তা আমাদের জানা নেই। ওর বন্ধুদের মধ্য থেকে কেউ একজন আমাকে ফোন করে ঘটনাটি জানায়। এরপর আমরা দ্রুত ওর রুমে যাই। রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। উপায় না দেখে, আমরা তালা ভাঙি। এরপর মেয়েকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যাই। সেখানে ওকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। আজ শনিবার সকালে ওকে মগবাজারের একটি হাসপাতালে নিয়ে এসেছি। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ওকে ভর্তি করা হয়।’

জানা গেছে, গতকাল ফেসবুকে পোস্ট দেওয়ার আগে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়েছিলেন পিজে হেলেন। মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অনেকে মনে করছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে মিডিয়ার পা রাখেন হেলেন। বিজ্ঞাপনের পাশাপাশি তিনি অভিনয় করেছেন বেশ কিছু নাটকে। চিত্রনায়ক নিরবের ‘গেম রিটার্নস’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও শেষ পর্যন্ত তার অভিনয় করা হয়নি।

Comment here