আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে আমেরিকা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত দেড় হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সাম্প্রতিক হুমকি মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে; এক বিবৃতিতে এমনটা উল্লেখ করেন আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাটট্রিক শানাহান। ইতিমধ্যে কংগ্রেসকে এ পরিকল্পনার বিষয়ে অবহিত করা হয়েছে বলে ওই বিবৃতিতে বলা হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

তবে দেড় হাজার সেনা মোতায়েনকে ‘অপেক্ষাকৃত ছোট’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সেনা মোতায়েনের ঘোষণা দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
সম্প্রতি পারস্য উপসাগরে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারসহ চারটি বাণিজ্যিক জাহাজে অন্তর্ঘাতমূলক হামলার জন্য ইরানকে দায়ী করছে যুক্তরাষ্ট্র।
এ মাসের মাঝামাঝি সৌদি আরবের দুটি পাম্প স্টেশনেও হামলা চালানো হয়। লোহিত সাগরসংলগ্ন সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে ওই হামলার ঘটনা ঘটে। সৌদি আরব বলেছে, ড্রোনের মাধ্যমে ওই হামলা চালানো হয়েছে।

Comment here

Facebook Share