মহাকাশেও করোনার হানা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
আন্তর্জাতিক

মহাকাশেও করোনার হানা

অনলাইন ডেস্ক : পৃথিবীর সীমানা ছাড়িয়ে এবার প্রাণঘাতী করোনা ভাইরাস মহাকাশেও হানা দিয়েছে। গত সপ্তাহে একটি রকেট রশিয়া থেকে মহাকাশে যাত্রা শুরু করে। এ সময় এতে এনার্জিয়া রকেট অ্যান্ড স্পেস করপোরেশনের ডেপুটি হেড অব এভজিনি মিকরিন ছিলেন। ফিরে আসার পর গত শুক্রবার তার শরীরে করোনা ধরা পড়েছে।

৬৪ বছর বয়সী ওই কর্মকর্তা যে বিমানে কাজাখস্তান পৌঁছেন, সেই বিমানেই ছিলেন রাশিয়ার স্টেট করপোরেশন ফর স্পেস অ্যাকটিভিটিজের প্রধান দমিত্রি রোগোজিন, যিনি ওই রকেটের মহাকাশযাত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন।

ওই মহাকাশযানে রয়েছে দুই রাশিয়ান ও এক মার্কিন অ্যাস্ট্রোনট।

যাত্রা শুরুর আগে একটি বৈঠকও করেন তারা। সেখানে অবশ্য অ্যাস্ট্রোনট ও কর্মকর্তাদের মাঝে কাচের দেয়াল ছিল। এই দমিত্রি রোগোজিন আবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ। তিনিই অ্যাস্ট্রোনটদের গা ঘেঁষে দাঁড়িয়ে ছবি তুলেছেন। সেই সময় অ্যাস্ট্রোনটদের মুখে কোনো মাস্ক ছিল না। ফলে করোনা আক্রান্তের আশঙ্কা তৈরি হয়েছে।
মহাকাশের উদ্দেশে ওই দিন পাড়ি দেন নাসার মহাকাশচারী ক্রিস ক্যাসিডি ও দুই রুশ মহাকাশচারী অ্যানাতলি ইভানিসিন ও ইভান ভাগনার। ছবিতে যদিও অ্যাস্ট্রোনটদের কাছাকাছি মিকরিনকে দেখা যায়নি। পরে তার পর পর দুটি পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। রাশিয়ার স্পেশ পারসোনেলদের মধ্যে ৩০ জন এই ভাইরাসে আক্রান্ত। তবে মিকরিন কীভাবে আক্রান্ত হলেন, তা জানা যায়নি। তার শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি। হোম কোয়ারেন্টিনে আছেন তিনি।

Comment here