মহাখালীতে ৭০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

মহাখালীতে ৭০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মো. মুক্তার হোসেন খন্দকার (২৫) ও মো. সোহাগ মিয়া (২২)।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা (উত্তর) বিভাগের বিমানবন্দর জোনাল টিম অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৭০ কেজি গাঁজা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে মাইক্রোবাসে করে নিয়ে আসত। এরপর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করতো।

গ্রেপ্তার মোক্তার হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Comment here