এম এ রহমান জীবন,কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ই ডিসেম্বর কানাইঘাটের ইউনিক কমিউনিটি সেন্টারে সকাল ১১ টায় কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব বারিউল করিম খানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিনের পরিচালনায় এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেল এর উর্দ্ধতন কর্মকর্তা,,, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম, লোভাছড়া চা বাগানের স্বত্বাধিকারী বীরমুক্তিযোদ্ধা জেমস লিউ ফার্গুসন নানকা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ সাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফখরুদ্দিন শামীম, পৌর আওয়ামীলীগের সভাপতি কে এইচ এম আব্দুল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরুল হক, নাজমুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলার সভাপতি ইফতেখার আলম চৌধুরী, সহ-সভাপতি ডালিম আহমদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এ রহমান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, আজাদ হোসেন বতা, শাহেদ আহমদ প্রমুখ।
উক্ত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী বলেন মুক্তিযোদ্ধারাই হচ্ছেন এদেশের বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান এদেরকে দিয়েই বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। তাই বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম এবং মানচিত্র যতক্ষণ থাকে ততক্ষণ এই মহান সূর্যসন্তানদের সম্মান করতে হবে, এবং কানাইঘাট উপজেলার মুক্তিযোদ্ধা ও তার পরিবারের জন্য তাহার উপজেলা পরিষদের দরজা সব সময় খোলা থাকবে এ আশা ব্যক্ত করে কানাইঘাট উপজেলার মরহুম মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে ও জীবিত মুক্তিযোদ্ধাদের দীর্ঘায়ু কামনা করেন।
Comment here