জ্বর নিয়ে শেরপুরে একজনের মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ময়মনসিংহসমগ্র বাংলা

জ্বর নিয়ে শেরপুরে একজনের মৃত্যু, আশপাশের বাড়ি লকডাউন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশীকুড়া গ্রামের এক ব্যক্তি। গতকাল রোববার রাতে সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় করোনাভাইরাস সন্দেহে ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বিয়টি দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই ব্যক্তি খুলনার রামপাল উপজেলার একটি গ্রামে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত তিন দিন আগে তিনি জ্বর-শ্বাসকষ্ট নিয়ে নালিতাবাড়ী উপজেলায় গ্রামের বাড়িতে ফিরে আসেন। এ ঘটনায় করোনাভাইরাস সন্দেহে ওই ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন।

ইউএনও আরও জানান, ওই ব্যক্তির করোনাভাইরাস পরীক্ষার জন্য জেলার সিভিল সার্জনকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগে (আইইডিসিআর) যোগাযোগ করতে বলা হয়েছে।

আজ সোমবার নমুনা সংগ্রহের পর ওই ব্যক্তির দাফন ও জানাজা হবে বলেও জানান নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Comment here