ঝিনাইদহ প্রতিনিধি সেলিম রেজাঃ ঝিনাইদহ জেলার মহেশপুর শ্যামকুড় গ্রাম থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারকে করছে র্যাব-৬।গত ১৪ ফেব্রয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন শ্যামকুড় গ্রামস্থ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করে।
অভিযানের সময় মোঃ হাফিজুর রহমানের ভূষিমালের দোকানের সামেন বাঁশভবন মোড় হইতে শ্যামকুড় বাজার গামী পাকা রাস্তার থেকে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মাবুদ (২১), পিতা- মোঃ দোলন মিয়া, সাং- শ্যামকুড় টাঙ্গাইল পাড়া, থানা- মহেশপুর, জেলা-ঝিনাইদহ, গ্রেফতার করা হয়।
উক্ত গ্রেফতারকৃতের নিকট হতে ১০২ বোতল ফেন্সিডিল, ০১ টি মোবাইল এবং ০১ টি সীম কার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারার মামলা করা হয়।
Comment here