আতিক পারভেজ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :- গ্রাম হবে শহর’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের এই ছিলো নির্বাচনি শ্লোগান। সেই লক্ষেই কাজ করছে সরকার। ঠিক সেই মূহুর্তেই ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাস্তায় ধান গাছ লাগিয়ে এক অন্য রকম প্রতিবাদ করেছে এলাকাবাসি।
তাদের দাবি “শহর নয় রাস্তা পাকাকরন চাই”। সোমবার বিকেলে উপজেলার যাদবপুর ইউপির ৫নং ওয়ার্ডের পুড়াদাহ গ্রামে এ দাবি রেখেই এক অন্য রকম প্রতিবাদ করে এলাকবাসি। ক্ষুব্ধ এলাকাবাসি জানান, পরপর তিন বার আওয়ামীলীগের সরকার নির্বাচিত হওয়ার পরেও আমাদের এই রাস্তাটি হেয়ারিং অথবা পাকা করন করা হয়নি।
অথচ মহেশপুর উপজেলার এই ওয়ার্ডটি মিনি টুঙ্গিপাড়া হিসেবে পরিচিত যার ফলে বিগত বিএনপি জামায়াতের সরকারের আমলে আমাদের এই রাস্তাটি করা হয়নি। এলাকাবাসির সূত্রে জানা যায়, পুড়াদাহ গ্রামের এই রাস্তাটি তাদের চলাচলের এক মাত্র রাস্তা। হাজারো ঝড়বৃষ্টির মাঝেও আমাদের এই রাস্তাটিই একমাত্র সম্বল।
অনেক রোগি এই বর্ষার সময় নিয়ে যেতেও লাগে গরুর গাড়ী। একটু বৃষ্টি হলেই হাটু সমান কাদা হয়ে যায়। কয়েকবার স্থানীয় সংসদ সদস্যরা প্রতিশ্রুতি দিলেও একটি ইট ও ফেলা হয়নি এই রাস্তাটিতে। সাধারন মানুষের চলাচলের এই একমাত্র রাস্তাটি অনতিবিলম্বে পাকা করন করার দাবি জানিয়েছেন এলাকার ভুক্তভোগী অসহায় সাধারন মানুষ।
Comment here