ঢাকাসমগ্র বাংলা

মাংসের ভেতর সাড়ে ১৩ লাখ টাকার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক : বিদেশে অভিনব কায়দায় দুই হাজার ৬৭৫ পিস ইয়াবা পাচারকালে হাসান মিয়া নামের দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন হলে হাসানের ব্যাগে রান্না করা গরুর মাংসের ভেতর থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।

ads

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, সন্দেহজনক চলাফেরার কারণে বিকেলে শাহজালাল বিমানবন্দরের বহির্গমন হল থেকে এয়ার এরাবিয়ার জি-৯৫১৪ ফাইটে দুবাইগামী যাত্রী হাসান মিয়াকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দারা। পরে তার ব্যাগ তল্লাশি করে রান্না করা গরুর মাংসের ভেতর কালো স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।

জব্দ করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা। পরে হাসান মিয়াকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

Comment here

Facebook Share