খেলার আগেই ঠিক হয়ে যায় কোন দল জিতবে : সাকিব - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ক্রিকেটখেলাধুলা

খেলার আগেই ঠিক হয়ে যায় কোন দল জিতবে : সাকিব

ক্রীড়া প্রতিবেদক : ক্রিকেটারদের বেতন-ভাতা ও বৈষম্য নিয়ে ডাক দেওয়া ধর্মঘটে হুট করে অচলাবস্থা তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে। ক্রিকেটাররা এক হয়ে ১১ দফা দাবি উত্থাপন করে আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এই দাবি না মানা হলে সব ধরনের ক্রিকেট খেলা থেকে বিরত থাকবেন ক্রিকেটাররা।

আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন ক্রিকেটারদের মুখপাত্র সাকিব আল হাসান।

ads

সংবাদ সম্মেলনের পর বিকেলেই বিসিবি একাডেমি মাঠে ঘরোয়া ক্রিকেট নিয়ে মন্তব্য করেন টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। আক্ষেপ নিয়ে সাকিব বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে কোন দল জিতবে আগে থেকেই তা ঠিক হয়ে যায়।’

বিকেলে মিরপুর বিসিবি একাডেমি মাঠে সাকিব বলেন, ‘আমাদের ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের মান আমরা সবাই জানি। বিভিন্ন সময় বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক এসেছে, আমাদের মানটা আসলে কোন লেভেলের? ম্যাচে যাওয়ার আগেই অনেক সময় জেনে যায় কোন দল জিতবে, কোন দল হারবে। এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক।’

বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ তুলে সাকিব বলেন, ‘ভালো একটা প্লেয়ার, সে ভালো একটা বলে আউট হয়ে যেতে পারে। কিন্তু দুটো কিংবা তিনটি ম্যাচে পর পর যদি সে বাজে সিদ্ধান্তের জন্যে আউট হয়ে যায়, তারপর যদি ভালো বলেও আউট হয়ে যায়, তার ক্যারিয়ারটা ওখানেই ধ্বংস হয়ে যায়। আমাদের খেলোয়াড়দের উঠে আসতে হলে এই জায়গাটা, পাইপলাইনটা উন্নত করা আসলেই জরুরি।’

এর আগে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক বাড়ানো, ক্রিকেটারদের প্রতি বোর্ডের দৃষ্টিভঙ্গি বদলানোসহ মোট ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। দাবি না মানা পযন্ত তারা সব ধরনের ক্রিকেট থেকে বিরত থাকবেন।

Comment here