নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রায়পুরে ধারাল দা দিয়ে মাকে গলা কেটে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। নিহতের নাম শেফালী বেগম। তার ছেলের নাম জাফর হোসেন (২৬)। তারা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালীয়া গ্রামের সরদারবাড়ির হোসেন আলীর স্ত্রী ও সন্তান।
নিহত শেফালী বেগমের বড় ছেলে জসিম উদ্দিন বলেন, ‘কয়েক মাস ধরে জাফর বন্ধুদের সঙ্গে মাদক সেবন করে আসছিল। মাদক সেবনের কারণে জাফর ঋণগ্রস্ত হয়ে পড়ে। জাফর নেশার জন্য বিভিন্ন সময়ে মায়ের কাছে টাকা চাইত। টাকা না পেলেই খারাপ আচরণ করত।’
জসিম উদ্দিন আরও বলেন, ‘আজ শুক্রবার সকালে টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে জাফর মাকে বিছানায় ফেলে দিয়ে দা দিয়ে গলা কেটে হত্যা করে।’
জসিম জানান, তার মাকে হত্যার পর প্রতিবেশীরা এসে জাফরকে আটক করে পুলিশে খবর দেয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান, রাখালীয়া গ্রামের সরদারবাড়িতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। মাদক সেবনের বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জাফরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Comment here