মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে গনসংবর্ধনা - দৈনিক মুক্ত আওয়াজ
My title
শিক্ষাঙ্গন

মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে গনসংবর্ধনা

মীর মারুফ তাসিনঃ বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি জাহিদ হোসেন পারভেজ এবং বিল্পবী সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট এক জরুরি বিজ্ঞপ্তিতে মানারাত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাহামুদ ইভান কে সভাপতি এবং নাহিদ ইবনে সুলতানকে সাধারণ সম্পাদক মনোনিত করে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন।

আজ সোমবার বেলা ১১টায় সভাপতি মাহামুদ ইভান এবং সাধারণ সম্পাদক নাহিদ ইবনে সুলতান ক্যাম্পাসে পৌঁছালে মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পরিবার এবং সাধারণ শিক্ষার্থীরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে উষ্ণ সংবর্ধনা দেয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মমতাময়ী জননী দেশরত্ন “শেখ হাসিনা” এবং ছাত্রলীগের স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলে। এ সময় মানারাত বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভান মাহামুদ তার সংক্ষিপ্ত বক্তৃতায় সাধারণ শিক্ষার্থীদের দুঃখ, দুঃদর্শায় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এবং ক্যাম্পাসকে মুজিব আদর্শে গড়ে তোলার কথা উল্লেখ করেন এবং সাধারণ সম্পাদক নাহিদ ইবনে সুলতান তার বক্তৃতায় ক্যাম্পাসকে জামাত শিবির ও জঙ্গিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এর পর তারা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধানদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষকবৃন্দ তাদের সকল প্রকার সহযোগীতার করার আশ্বাস দেন।

এসময় অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন মানারাত বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সফল সহ-সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জনাব মোঃ ছালামত উল্ল্যাহ সাগর,মানারাত বিশ্ববিদ্যালের কৃতি শিক্ষার্থী ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক জনাব মোঃ শরিফুল ইসলাম রনি এবং মানারাত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সদস্য দীপংকর বাছাড়(দীপ্ত) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Comment here