নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, এমপিওভুক্তির মানদণ্ড ঠিক থাকলে সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। আজ শুক্রবার রাজধানীর মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক কলেজ মাঠে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান উপস্থিত ছিলেন।
স্বাশিপের দাবির প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ততে একটি যোগ্যতার মাপকাঠিও প্রয়োজন আছে। স্বীকৃতিপ্রাপ্ত সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে দিলেন…। প্রথম কথা হচ্ছে, সরকারের সক্ষমতার একটি ব্যাপার আছে। কিন্তু যদি যোগ্য শিক্ষক না হন, তাহলে এমিপওভুক্তি কি সঠিক হবে? শিক্ষক মানসম্পন্ন কিনা, প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কত, পাসের হার কত, একটি মানদণ্ড থাকতে হবে। নিজেদের মানদণ্ডে রাখার চেষ্টা করেন। চেষ্টা করলে সম্ভব। তাহলে আমরা অবশ্যই এমপিওভুক্ত করব। মান অর্জন না করলে এমপিওভুক্ত করে দেওয়া বোধ হয় সঠিক নয়। জনগণের অর্থ, সেই অর্থ দিতে হলে সে জায়গায় মান থাকতে হবে।’
শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা চাই, আপনাদের আর্থিক কষ্ট নিরসন করতে। আপনারা এই বিশাল কর্মযজ্ঞে (শিক্ষাদান) রয়েছেন, দায়িত্ব পালন করছেন; যদি সামাজিকভাব, আর্থিকভাবে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে আমরা লক্ষ্য অর্জনে সফল হতে পারব বলে মনে করি না। কাজেই আর্থিক-সামাজিকসহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব-কর্তব্য।’
Comment here