নিজস্ব প্রতিবেদক : হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের দাবিকৃত তার দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা নিখোঁজ রয়েছেন। তার সন্ধান এবং জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন তার বড় ছেলে আব্দুর রহমান। গতকাল শনিবার ১০ এপ্রিল পল্টন থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।
আব্দুর রহমান তার সাধারণ ডায়েরিতে বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে আমার মা জান্নাত আরা ঝর্ণার সাথে যোগাযোগ করতে না পেরে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডের বাসায় যাই। সেখান থেকে বাড়ির মালিক আমাকে জানায় ৯ এপ্রিল তিনি বাসা থেকে বের হয়ে গেছেন। আর আসেননি। আমি আমার মায়ের কক্ষে প্রবেশ করি এবং দেখতে পাই আমার মায়ের ব্যক্তিগত তিনটি ডায়েরি। একটি সাদা রঙের ক্লিপ দিয়ে স্পাইরেল করা নীল ও ধূসর রঙের। অন্য একটি ডায়েরি আরবি লেখা এবং নিচের দিকে জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম পলাশ নরসিংদী লেখা। সেটিতে কভারপেইজ ছাড়া ১ থেকে ৮৭ পৃষ্ঠা রয়েছে। এছাড়া অন্য রঙের আরেকটি ডায়েরি আমার হস্তগত হয়। অদ্য শনিবার (১০ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পল্টন মোড়ে পৌঁছালে অজ্ঞাত কয়েকজন আমাকে অনুসরণ করে। এতে আমার নিকট প্রতীয়মান হয় আমার জীবন এবং আমার মা জান্নাত আরা ঝরনার জীবন এবং ডায়েরিগুলো সংরক্ষণের বিষয়ে আতঙ্কিত হয়ে পড়েছি। এমতাবস্থায় আমার জীবন আমার মায়ের জীবন নিরাপত্তা বিধানের জন্য সাধারণ ডায়েরি করলাম।’
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে বক্তব্য দিয়ে আলোচিত হন তরুণ আবদুর রহমান। তিনি আবদুর রহমান ঝর্ণা ও হাফেজ শহীদুল ইসলাম দম্পতির বড় ছেলে। রাজধানীর নর্থ সার্কুলার রোডে একটি বাসায় মাসে ছয় হাজার টাকা চুক্তিতে সাবলেট থাকতেন ঝর্ণা। ওই ফ্ল্যাটের প্রকৃত ভাড়াটিয়া তার ছেলেকে জানান, ঝর্ণা গত ৩ এপ্রিল বাসা থেকে বের হয়ে আর ফেরেননি।
Comment here