মার্টিনেজের হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশাল জয় - দৈনিক মুক্ত আওয়াজ
My title
খেলাধুলাফুটবল

মার্টিনেজের হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশাল জয়

নাদিম খান নিলয়  : এক প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হয় মেক্সিকো ম্যাচটি শুরু হয় বুধবার বাংলাদেশ সময় সকাল ৮ টায়। খেলা শুরুর প্রথম থেকেই মেক্সিকো একের পর এক আক্রমণ করতে থাকে কিন্তু আর্জেন্টিনার ডিফেন্স ভেঙ্গে গোল করতে পারেনি অপর দিকে আর্জেন্টিনা ও পাল্টা আক্রমণ করে। আক্রমণ – পাল্টা আক্রমণে ম্যাচের উওেজনা বাড়তে থাকে। খেলার ঠিক ১৭ মিনিটে মার্টিনেজ ডি-বক্সেরে ভিতর থেকে দারুণ এক শটে দলকে ১-০ গোলের লিড এনে দেন।

গোলের ৪ মিনিট পর আবার মার্টিনেজ ২-০ গোলের লিড এনে দেন তার দল আর্জেন্টিনাকে। ৩৩ মিনিটে মেক্সিকোর ডি-বক্সের ভেতর হ্যান্ডবল হলে পেলান্টি পান আর্জেন্টিনা সেই পেলান্টিটাকে কাজে লাগান প্যারিদাস এবং দলকে ৩-০ গোলের লিড এনে দেন তখন প্রায় টিম আর্জেন্টিনার জয় নিশ্চিত, ১ম হাফের ৩৯ তম মিনিটে হ্যাটট্রিক করেন মার্টিনেজ সেই সাথে আর্জেন্টিনাকে ৪-০ গোলের বিশাল লিড এনে দেন৷

৪-০ গোল থেকেই প্রথম হাফ শেষ করেন ২ দল। ২ য় হাফে দুই দল ই সমান লড়াই করেছেন কিন্তু গোলের দেখা কেউই পাননি। মেসিহীন আর্জেন্টিনা কতটা ভয়ংকর তা আরেক বার প্রমান করলে লাটিন আমেরিকার দলটি।

Comment here