খেলার প্রতি দারুণ ঝোঁক রয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির। বিশেষ করে ক্রিকেট। শুধু খেলা দেখাই নয়, সময় পেলে ব্যাট হাতে তিনিও নেমে পড়েন খেলার মাঠে। এদিকে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেট। আর আজ বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। শত ব্যস্ততার মাঝেও পছন্দের দলের খেলা দেখবেন এই চিত্রনায়িকা।
মাহি বলেন, ‘ক্রিকেট খেলার প্রতি আমার দুর্বলতা এমনিতেই একটু বেশি। আর আমার ভালোবাসার টিম বাংলাদেশ। আমার প্রত্যাশা, আমার টিম ট্রফি জিতবে।’
বাংলাদেশ বনাম ইংল্যান্ডের খেলা প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘খেলা নিয়ে শতভাগ নিশ্চিত হয়ে আগে কিছুই বলা যায় না। আমার বিশ্বাস ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জিতবে। বাংলাদেশের খেলার ধরন পাল্টে গেছে। এখন পুরো বিশ্বই বাংলাদেশের প্রশংসা করছে। এরই মধ্যে আমরা তা দেখেছি। প্রথমেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে এবারের বিশ্বকাপ ক্রিকেটের সূচনা করেছে বাংলাদেশ। টাইগারদের খেলা দেখে, সবাই বাহবাহ দিয়েছে। নিউজিল্যান্ড-বাংলাদেশ খেলায়ও ছিল টানটান উত্তেজনা। আজ বাংলাদেশের তৃতীয় ম্যাচ। আজও সবাই বাহবাহ দেবে বাংলার টাইগারদের।’
খেলা দেখা নিয়ে মাহি প্রায়ই বাজি ধরে থাকেন। তার ভাষ্য, ‘আমি আমার দলের জয়ের ব্যাপারে সব সময় আশাবাদী। সেই আত্মবিশ্বাস থেকে মাঝে-মধ্যে নিজেদের মধ্যে বাজি ধরে থাকি। বাজিগুলো বেশির ভাগই এমন হয়- আমি জিতলে, আমাকে খাওয়াতে হবে। বহুবার জিতেছি, হেরেছিও। টাকা নিয়ে অপুর (মাহির স্বামী) সঙ্গে বেশি বাজি ধরি। একবার ইন্ডিয়া-বাংলাদেশ খেলা নিয়ে ওর সঙ্গে ২৫ হাজার টাকা বাজি ধরি। সেবার আমি জিতে যাই। এরপর অন্য খেলায় ৫০ হাজার টাকার বাজি ধরি। কিন্তু সেবার আর জিততে পারিনি। খুব কষ্ট লেগেছিল, টাকাগুলো দিতে।’
Comment here