শিবাঙ্গি সিংহ কলকাতা: কলকাতার একটি ব্যস্ত বহুল রাস্তা মা ফ্লাইওভার। আর সেখানেই ফের ঘটে গেলো এক দুর্ঘটনা। উল্টে গেলো চার চাকার গাড়ি। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর পর ঘটে এই দুর্গতি।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত ১১টা নাগাত ঘটনাটি ঘটে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে পাঁচজন যাত্রী ছিলেন। গাড়িটি পার্ক সার্কাস থেকে সায়েন্সসিটির দিকে যাচ্ছিলেন। কিছু দূর যাওয়ার পর গাড়িতি ব্রেক ফেল করে এবং সাথে সাথে তোপসিয়ার কাছে এক ডিভাইডারে ধাক্কা মারে। সাথে সাথে গাড়িটি উল্টে যায়।
উল্লেখ্য, জানা গিয়েছে, ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। এবং উদ্ধার কার্য চালায়। গাড়ি চালকের দাবি গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় ঘটনাটি ঘটে। আরো জানা গিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনায় কারও তেমন গুরুতর আঘাত লাগেনি। কলকাতা ট্রাফিক পুলিশের আধিকারিকরা গাড়িটি দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
Comment here