মিডিয়া কাভারেজ পেতে বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করে: প্রধানমন্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মিডিয়া কাভারেজ পেতে বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মিডিয়া কাভারেজ পেতে বিএনপি আন্দোলনের নামে সারাদেশে ভাংচুর-অগ্নিসংযোগসহ নৈরাজ্য সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শান্তিপূর্ণ আন্দোলন করলে কাউকে কিছু বলা হবে না। আমি পুলিশকে বলেছি কিছু না বলার জন্য। যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে সেখানে তো কেউ কিছু বলছে না। পুলিশ তো আগ বাড়িয়ে কিছু করে না। আক্রান্ত হলে নিজেকে বাঁচাবার অধিকার আছে পুলিশের।’

আজ বৃস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের এক ফাঁকে বিএনপি-জামায়াতের শাসন আমলে বিভিন্ন সময়ে হামলার ভিডিওচিত্র দেখানো হয়।

এর আগে বিএনপি দলীয় সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির ওপর হামলার তথ্য তুলে ধরে সরকারের কড়া সমালোচনা করেন। জবাবে শেখ হাসিনা বলেন, ‘রুমিন ফারহানা বলে গেল খুব খারাপ নাকি অবস্থা। ভোলার ঘটনা নিয়ে চিৎকার-চেঁচামেচি করে গেল, প্রতিবাদ করে গেছে। বাংলাদেশে কি হতো? ৭৫-এ জাতির পিতাকে হত্যা করা হলো, খুনিদের আরও উৎসাহিত করা হলো। বিচারের হাত থেকে রেহাই দেওয়া হলো।’

 

 

বিএনপি নেতাদের উদ্দেশে সংসদ নেতা বলেন, ‘তাদের কথা মনে হয় তারা বোমা ছুড়বে, লাঠি মারবে, ঢিল মারবে, গুলি করবে সব করবে তাদের কিছু বলা যাবে না। আমি তো আন্দোলন করার কথা বলেছি, মিছিল করেন, আন্দোলন করেন। শান্তিপূর্ণভাবে করলে কেউ কিছু বলবে না। যেখানে শান্তিপূর্ণভাবে হচ্ছে সেখানে তো কেউ কিছু বলছে না। কিন্তু এরা তো মাঠে নেমেই আগে কোথায়, কাকে আক্রমণ করবে, কিভাবে একটা সিচুয়েশন তৈরি করবে। হ্যাঁ এটা করে, একটা কারণ আছে, কারণ হল এমনি মিছিল করলে তো মিডিয়া কাভারেজ পাবে না। মিডিয়াতে কাভারেজ করার জন্যই তারা এমন অনেক ঘটনা ঘটায়।’

 

Comment here