মিন্নির বাবাকে কিছু লোক ফলো করছে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মিন্নির বাবাকে কিছু লোক ফলো করছে

আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর অভিযোগ করে বলেছেন, ‘তার মেয়ে ভালো নেই।’ আজ শনিবার সকাল ১১টায় বরগুনা জেলা কারাগারে মেয়ের সঙ্গে দেখা করে এসে তিনি আরও বলেন, ‘জেলখানায় বিনা চিকিৎসায় আমার মেয়ে মারা যাবে। মেয়ের সঙ্গে একটু কথা বলবো, তাও পারছি না; সবাই শুধু আমাদের ফলো করে। আমাদের বাকস্বাধীনতা হরণ করা হয়েছে।’

কারাগারে কিশোরসহ তার পরিবারের অন্যান্য সদস্যরাও মিন্নির সঙ্গে দেখা করেন। এ সময় তাদের মলিন থাকতে দেখা গেছে।

পরে কিশোরের সঙ্গে কথা হলে তিনি জানান, তাকে কিছু লোক ফলো করছে। যেখানেই যান, সেখানেই তার পিছু নিচ্ছেন। জেলখানায় মেয়ের সঙ্গে দেখা করতে গেলেও তাকে দূরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারা ঠিকভাবে কথাও বলতে পারেননি।

এর আগে গত বুধবার বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের স্ত্রী শামসুন্নাহার খুকী কারণেই রিফাত হত্যাকাণ্ডে সংঘটিত হয় বলে জানিয়েছিলেন মিন্নির বাবা। রিফাত তাকে গালাঘাল করায় রিফাত ও রিশান ফরাজী তাকে মেরে ফেলতে চেয়েছিল বলে জানান তিনি।

একই দিন বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ইয়াবা ব্যবসার মূল ঘটনাকে আড়াল করতে প্রভাবশালী মহলের চাপে তার মেয়েকে ফাঁসানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন তিনি।

গত ২০ জুলাইও মিন্নির সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন মোজাম্মেল হোসেন কিশোর। সেখান থেকে বের হয়ে মিন্নিকে না ফাঁসিয়ে সঠিক তদন্ত করলে রিফাত হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে মন্তব্য করেন তিনি। একই দিন মিন্নির কিছু হলে আত্মহত্যার ঘোষণা দেন তিনি।

সেদিন কিশোর বলেন, ‘দেশবাসী শুনে রাখেন, আমার মেয়ের কিছু হলে আমি আত্মহত্যা করমু। আমার মেয়েকে চাপ দিয়ে জবানবন্দি নেওয়া হয়েছে। মিন্নি নির্দোষ, রিফাত হত্যার পেছনে শুরু হয়েছে নোংরা রাজনীতি।

Comment here