মিন্নি কাশিমপুরে, ৩ আসামি বরিশাল কারাগারে - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মিন্নি কাশিমপুরে, ৩ আসামি বরিশাল কারাগারে

বরগুনা প্রতিনিধি : চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নিকে গতকাল বৃহস্পতিবার বরগুনা জেলা কারাগার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া  ফাঁসির দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে মধ্যে তিনজনকে পাঠানো হয়েছে বরিশাল কেন্দ্রীয় কারাগারে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় টিকটক হৃদয়, রাব্বি আকন ও হাসানকে পুলিশের প্রিজন ভ্যানে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিৎ করেছেন বরগুনা জেলা কারাগারের জেলার আবু ইউসুফ। তিনি বলেন, রিফাত ফরাজি ও মোহাইমিনুল ইসলাম সিফাতের বরগুনা আদালতে অন্য মামলা বিচারাধীন থাকায় বরগুনা জেলা কারাগারেই রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এছাড়াও এ মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। রায়ের পর থেকেই বরগুনা জেলা কারাগারের নারী কনডেম সেলে বন্দী ছিলেন মিন্নি।

 

Comment here