মির্জা ফখরুলের গ্রেপ্তার নিয়ে যা বললেন স্ত্রী - দৈনিক মুক্ত আওয়াজ
My title
রাজনীতি

মির্জা ফখরুলের গ্রেপ্তার নিয়ে যা বললেন স্ত্রী

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। বিষয়টি নিয়ে কথা বলেছেন মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম।

তিনি বলেন, ‘গোয়েন্দা পুলিশের একটি দল বাসায় এসে সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। তার ১০ মিনিট পর বাসায় এসে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গেছে।’

রাহাত আরা বেগম বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তার চিকিৎসা চলছিল। অসুস্থ একজন মানুষকে এভাবে তুলে নিয়ে যাওয়া কোনো সভ্য দেশে সম্ভব? সব মামলায় তিনি জামিনে আছেন। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না। আশা করব- যদি জিজ্ঞাসাবাদ করতে চায়, তা করে যেন তাকে ছেড়ে দেওয়া হয়।’

এদিকে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার খোন্দকার নূরুন্নবী দৈনিক মুক্ত আওয়াজকে জানান, শনিবারের সহিংসতার ঘটনার মামলার আসামি হিসেবে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মিন্টো রোড গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে।

Comment here