সাভারের আমিনবাজারে সালেহপুর ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়ার প্রায় ১৭ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি ট্যাক্সিক্যাবটির। তবে টেক্সিক্যাব চালকের নাম ও পরিচয় জানা গেছে।
চালকের নাম জিয়া (৪০)। তার বাড়ি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার দাতপুর ইউনিয়নে। সে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ট্যাক্সিক্যাব চালক। তবে তার গাড়িতে কোনো যাত্রী ছিলো কী না তা জানা যায়নি।
চালক-জিয়া:ফেসবুক থেকে সংগৃহীত
রাস্তায় থাকা সিসি ক্যামেরা পর্যবেক্ষন করে পুলিশ জানিয়েছেন, টেক্সিক্যাবটি সাভার থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। সেখানে একটা বাস পিছন থেকে ধাক্কা দিলে ব্রিজের একপাশ দিয়ে টেক্সিক্যাবটি নদীতে পরে যায়।
১৭ ঘন্টা অতিবাহিত হতে চললেও এখনও টেক্সিক্যাবটি উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিস বলছে, প্রচন্ড স্রোতের কারণে তারা ঠিকমতো কাজ করতে পারছে ন।
এর আগে দুর্ঘটনার পর রাত ১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এখনও উদ্ধার অভিযান চলছে।
Comment here