বঙ্গবন্ধু মেডিকেলে ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

বঙ্গবন্ধু মেডিকেলে ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে দলের কোনো নেতাকর্মীকে ভিড় না জমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘ওবায়দুল কাদের যেখানে ভর্তি আছেন সেখানে অন্যান্য রোগীরাও আছেন। তাদের অসুবিধা হয়।’

আজ শুক্রবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। উনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, উনি এখন ঘুমাচ্ছেন।’

এ সময় এক প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, ‘প্রয়োজন হলে উনাকে বিদেশে পাঠানো হবে। তার ইকো করা হয়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে।’

এর আগে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শুক্রবার সকালে বিএসএমএমইউ’তে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাকে পর্যবেক্ষণের জন্য করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসানের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিন সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভার মুলতবি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওবায়দুল কাদের সকাল ১০টায় কার্যালয়ে যান। অফিসে যাওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ বোধ করেন। তখন তাকে হাসপাতালে নেওয়া হয়।

Comment here