ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে, দাবি ইশরাকের - দৈনিক মুক্ত আওয়াজ
My title
ঢাকাসমগ্র বাংলা

ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে, দাবি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক ; জরিপে ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে আছে বলে দাবি করেছেন বিএনপি মনোনীত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

আজ শুক্রবার দুপুরে সিটি নির্বাচনে ভোটের সর্বশেষ অবস্থা জানাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিল ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘আমি দেখেছি যে, বেশিরভাগ জরিপে ধানের শীষ ৮০ পারসেন্ট এগিয়ে আছে। আমাদের এই গণজোয়ার ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্র দখলসহ জোর-জবরস্তি করে রুখতে চাচ্ছে।’

বিএনপির এই প্রার্থী বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন প্রতিনিধির সাথে আমরা বৈঠক করেছি। এটা পূর্বনির্ধারিত বৈঠক। উনি সকল প্রার্থীর সাথে বৈঠকে বসেছেন। আমার প্রতিদ্বন্দ্বীর সাথেও বসেছেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মতামত জানতে চাওয়ার জন্য তিনি (ব্রেন্ট ক্রিস্টেনসেন) বসেছেন।’

ইসরাক বলেন, ‘উনি আমার থেকে জানতে চেয়েছেন যে, সার্বিক পরিস্থিতি কেমন ছিল। আগামীকাল কী কী শঙ্কা আমাদের রয়েছে। আমি ইভিএমের বিষয়টা বলেছি এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলার কমিটি করে সরকার দলীয় (আওয়ামী লীগ) সন্ত্রাসীরে জড়ো করা হচ্ছে ঢাকায়, কেন্দ্র দখলের একটা পাঁয়তারা করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারে সাথে আমরা কথা বলেছি।’

বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

বৈঠকে কয়েকদিন আগে গোপীবাগের নির্বাচনী প্রচারনার মিছিলের ওপর স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের হামলার বিষয়টিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধির বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ইশরাক। তিনি জানান,ভোটের দিন দক্ষিণ ও উত্তরে বিভিন্ন কেন্দ্রে তাদের পর্যবেক্ষক টিম যাবেন।

ভোটের দিনটা কেমন যাবে প্রশ্ন করা হলে ইশরাক  হোসেন সাংবাদিকদের বলেন, ‘কালকে ১ ফেব্রুয়ারি (ভোটের দিন) দিনটা কেমন যাবে সেটা কেবল মহান আল্লাহ তাআলা বলতে পারবেন। আমরা খালি পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, কী কী ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারি দলের প্রার্থীদের পক্ষ থেকে চালানো হতে পারে।’

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান আহবান জানিয়ে ইশরাক বলেন, ‘সকলে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। কোনো ভয়-ভীতিকে গ্রাহ্য করবেন না। আপনাদের সহায়তা করার জন্য প্রত্যেকটি কেন্দ্রে আমাদের কর্মী থাকবে। এ ছাড়াও আমি গোপীবাগের প্রধান নির্বাচনী কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করেছি। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে। সাবইকে অনুরোধ করব, যেকোনো প্রয়োজনে এই কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন।’

আপনারা কতগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা প্রায় ৪০০ কেন্দ্রের মতো ঝুঁকিপূর্ণ মনে করছি। কিন্তু এর সংখ্যা আরও বাড়তে পারে।’

Comment here