মুন্সীগঞ্জে ৬০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক মুক্ত আওয়াজ
My title
সারাদেশ

মুন্সীগঞ্জে ৬০০ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হুজাইফা ইজরা-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরায় অভিযান চালিয়ে ৬০০ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ একটি টিম। শনিবার (১৪ ডিসেম্বর) বিকাল পৌনে চার সময় এই ট্রাকে অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো মোঃ মামুন খান(২৬), মোঃ মাহবুবুল আলম (২৬)।
র‌্যাব-১১ সূত্র জানায়, ১৪ ডিসে¤¦র ২০১৯ খ্রিষ্টাব্দে পৌনে ৪ ঘটিকায় মু›সীগঞ্জ জেলায় গজারিয়া থানাধীন আনারপুরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১ এর চেকপোস্টে সন্ধিগ্ধ পণ্য বোঝাই মিনি ট্রাক এ তল্লাশী করে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
তল্লাশীকালে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের মিনি ট্রাকও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা কুমিল্লার সীমান্ত এলাকা হতে পিকআপে খালি বস্তা বোঝাই করে ঢাকা যাচ্ছিল। তারা খালি বস্তার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিল নিয়ে এসে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করত।
মাদক কারবারী মোঃ মামুন খান এর বাড়ী চাঁদপুর জেলার সদর থানাধীন রঘুনাথপুর এলাকায় ও মোঃ মাহবুবুল আলম এর বাড়ী একই থানাধীন দক্ষিণ বাগাদি এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

Comment here